#_ভালবাসার_গল্প_হাতটা_দাওতো
"হাত টা দাও তো" বলেই ইরার আঙ্গুলের মাঝে আকাশের আঙ্গুল গুলো রাখলো । ইরার হাতগুলো ছিল বরফের মতো ঠাণ্ডা । কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলো ইরা । লজ্জ্বায় কোন কথাই বলতে পারছিল না । আকাশ কয়েক বার জিজ্ঞেস করল "তারপর ? তারপর কি করলা ক্লাসে ?" কিন্তু ইরা "হুম্ম" ছাড়া আর কোন শব্দই উচ্চারণ করতে পারছিল না । দুজনই চুপ । আকাশ যতটুক সম্ভব শক্ত করে হাতটা ধরে রেখেছিল যেন আর কখনোই ছাড়বে না ওই হাত ।
ঠিক তখনই ইরা বলে উঠলো "আকাশ আমি যাই ? পড়া শুরু হয়ে যাবে" । আকাশ মনে মনে অনেক কষ্ট পেল । ছেলেদের অভিমান করতে নেই । তাও আকাশ অভিমানের সুরে বলল " আজকে যাওয়া লাগবে না আমি হাত ছাড়তে পারবো না" । কিন্তু ইরা জোড় করল তার যেতে হবে । আকাশ তখন বাহানা খুজতে লাগল কিসের ওজুহাত এ ইরাকে আটকানো যায় না । " দেখো কত্তো ঠাণ্ডা আজকে, আমি হাত ধরে না রাখলে তোমার হাত জমে যাবে । চুপ চাপ বসে থাকো ।" আকাশের কথা শুনে ইরা একটু হাসলো । ইরার ও একদম ইচ্ছা করছিল না যেতে । "কিন্তু স্যার যদি বাসায় ফোন দেয়..........." ভয়ার্ত মুখে বলল ইরা । এবার আকাশের অভিমান রাগে পরিণত হলো । হাত টা ছেড়ে দিয়ে বলল "তুমি প্রতিদিন চলে যাও , কি হয় একটু থাকলে !! " আকাশ এবং ইরা দুজনেই জানে , ইরার পরিবার যদি সামান্য কিছু ও টের পায় ওদের ব্যাপারে তাহলে ইরার অনেক সমস্যা হয়ে যাবে । তাই খুব সাবধানে থাকে ওরা । ইরার চোখে জল আসতে চায় কিন্তু ও আকাশের সামনে কাদবে না । মাথা নিচু করে একদম আস্তে বলল " আমার ওপর রাগ করো না আকাশ " । আকাশ শুধু বলল " স্যার এর বিল্ডিং পর্যন্ত হাত ধরে থাকতে হবে । " এবার ইরা একটু হেসে নিজেই আকাশের হাত ধরলো । আগের চেয়ে শক্ত করে ।
কোন এক কুয়াশা ঘেরা শীতের সকালে প্রথম বার ওরা হাত ধরেছিল । তারপর থেকে যতবার ওরা দেখা করেছে একজন আরেকজনের হাত ধরেই রেখেছে । এমন কি ওদের ঝগড়া করতে ও দেখা যেত একজন আরেকজনের হাত ধরে । আজ ১০ বছর পরেও কেউ কারো হাত ছাড়েনি ।

Comments

Popular posts from this blog