মেসেন্জারের ক্রিং ক্রিং শব্দে ঘুম
ভাঙলো ইষাণার। নেট কানেকশন অফ
না করেই ঘুমিয়ে পড়েছিল রাতে।
ফোন টা হাতে নিয়ে দেখে "অর্নব
সেন্ট এ স্টিকার".. ৫৩ টা স্টিকার
পাঠিয়েছে। আরও পাঠাচ্ছে। কোনো
থামাথামি নেই। ইষাণা মাথা গরম
করে ফোন দিল অর্ণব কে। ফোন রিসিভ
করল অর্ণব..
অর্নব: এতক্ষনে ঘুম ভাঙসে? মরার মত
ঘুমাস নাকি?
ইষানা: আজব! মেজাজ খারাপ করার
কথা আমার! আর মেজাজ দেখাচ্ছিস
তুই??
অর্ণব: আসলে ফোনে টাকা নেই। তাই
ফেইসবুকে মেসেজ করছি তোর ঘুম
ভাঙানোর জন্য। জানি তো
প্রতিদিনের মতই নেট অন রেখে
ঘুমিয়ে যাবি তুই। হে হে হে।
ইষাণা: তোর মত বেয়াদব আর একটা ও
দেখি নি। একটু শান্তিমত ঘুমাতে
দিবি না?
অর্নব: এত কথা নেই। তাড়াতাড়ি
ভার্সিটি আয়। ইমপর্টেন্ট কথা আছে।
এই কথা বলে ফোন কেটে দিল অর্নব।
ভার্সিটি এসেই অর্নব কে দেখে
ইষানা বললো,
ইষাণা: কি ব্যাপার? কি তোর
ইমপর্টেন্ট কথা? বল।
অর্নব: কই? কি? কি কথা?
ইষাণা: মানে কি? তুইই তো বললি!
অর্নব: ওওও। হ্যাঁ মনে পড়েছে। আজকে
কি বার?
ইষাণা: এইটা তোর ইমপর্টেন্ট কথা? উফফ্
আমি যাচ্ছি।
অর্নব: দাড়া দাড়া। বলছি বলছি।
ইষানা: বল তাড়াতাড়ি।
অর্ণব: আয় প্লিজ ফুচকা খাই। খেতে
খেতে বলি? প্লিজ।
ইষাণা: ওহ! ওকে চল।
হাঁটতে হাঁটতে বলছে,
অর্নব: তোকে আজকে খুব সুন্দর লাগছে।
ইষাণা: কি? এই কথা তুই বলছিস?!! সবসময়
তো বলিস, জংলীর মতো লাগে।
অর্নব: জংলীদেরকে ও মাঝে মাঝে
সুন্দর লাগে।
ইষানা: চুপ! গরু। তোর ইমপর্টেন্ট কথা বল।
অর্নব: কালকে বলি?
ইষাণা: উফ্ফ আমি বাসায় যাচ্ছি। কাজ
আছে।
অর্নব: কি কাজ? দেখতে আসবে নাকি
তোকে?
ইষানা: হুম তাই। তোকে বলতে ভুলে
গেছিলাম! তুই ঠিকই ধরেছিস। দেখতে
আসবে আজকে। হয়তো এন্গেজমেন্ট ও
হয়ে যেতে পারে আজকে!
অর্নব: মানে কি?? ফাইজলামি করবি
না।
ইষানা: সত্যি বলছি। তোর ইমপর্টেন্ট
কথা টা বল। কাল থেকে আর ভার্সিটি
আসবো না। কথা টা কিন্তু আর বলা হবে
না তোর।
অর্নব: কি বলছিস এসব? আমি বলবো না
কথাটা।
ইষানা: বল। নাহলে যাচ্ছি। আর দেখা
হবে না কিন্তু।
অর্নব: ইয়ে মানে, কথাটা হচ্ছে "আই
লাভ ইউ".
ইষানা: গাধা! এই কথা টা বলতে
এতদিন লাগালি? যাক আজকে তোর মুখ
থেকে কথাটা বের করতে পারলাম।
অর্নব: বলে আর কি হবে? আজ তো তোর
এন্গেজমেন্ট!
ইষানা: হি হি হি। আরে না। দুষ্টামি
করছি।
ইষানার চুল টেনে ধরে বললো,
অর্নব: ফাজিল একটা! আর একটু হলে হার্ট
আ্যটাক করতাম।
ইষানা: চুপ ছাগল! আমি এখন থেকে
তোর গার্লফ্রেন্ড। চুল ধরবি না আমার।
অর্নব: এখন থেকে তো চুলের মুঠি ধরে
ঘুরাবো।কিন্তু তুই এখনো আমার
গার্লফ্রেন্ড হতে পারিস নি। লাভ ইউ টু
বল।
ইষানা: আগে সুন্দর করে প্রপোজ কর।
অর্নব মাটিতে হাঁটু গেড়ে বসে একটা
ফুচকা হাতে নিয়ে বললো,
অর্নব: আই লাভ ইউ জংলী।
অর্নবের হাত থেকে ইষানা ফুচকা টা
নিয়ে খেয়ে বললো,
ইষাণা: লাভ ইউ টু বিড়াল ছানা।
অর্নব: বাহ্! গরু গাধা ছাগল বিড়াল
কিছুই বাদ রাখলি না! হুহ্...
ভাঙলো ইষাণার। নেট কানেকশন অফ
না করেই ঘুমিয়ে পড়েছিল রাতে।
ফোন টা হাতে নিয়ে দেখে "অর্নব
সেন্ট এ স্টিকার".. ৫৩ টা স্টিকার
পাঠিয়েছে। আরও পাঠাচ্ছে। কোনো
থামাথামি নেই। ইষাণা মাথা গরম
করে ফোন দিল অর্ণব কে। ফোন রিসিভ
করল অর্ণব..
অর্নব: এতক্ষনে ঘুম ভাঙসে? মরার মত
ঘুমাস নাকি?
ইষানা: আজব! মেজাজ খারাপ করার
কথা আমার! আর মেজাজ দেখাচ্ছিস
তুই??
অর্ণব: আসলে ফোনে টাকা নেই। তাই
ফেইসবুকে মেসেজ করছি তোর ঘুম
ভাঙানোর জন্য। জানি তো
প্রতিদিনের মতই নেট অন রেখে
ঘুমিয়ে যাবি তুই। হে হে হে।
ইষাণা: তোর মত বেয়াদব আর একটা ও
দেখি নি। একটু শান্তিমত ঘুমাতে
দিবি না?
অর্নব: এত কথা নেই। তাড়াতাড়ি
ভার্সিটি আয়। ইমপর্টেন্ট কথা আছে।
এই কথা বলে ফোন কেটে দিল অর্নব।
ভার্সিটি এসেই অর্নব কে দেখে
ইষানা বললো,
ইষাণা: কি ব্যাপার? কি তোর
ইমপর্টেন্ট কথা? বল।
অর্নব: কই? কি? কি কথা?
ইষাণা: মানে কি? তুইই তো বললি!
অর্নব: ওওও। হ্যাঁ মনে পড়েছে। আজকে
কি বার?
ইষাণা: এইটা তোর ইমপর্টেন্ট কথা? উফফ্
আমি যাচ্ছি।
অর্নব: দাড়া দাড়া। বলছি বলছি।
ইষানা: বল তাড়াতাড়ি।
অর্ণব: আয় প্লিজ ফুচকা খাই। খেতে
খেতে বলি? প্লিজ।
ইষাণা: ওহ! ওকে চল।
হাঁটতে হাঁটতে বলছে,
অর্নব: তোকে আজকে খুব সুন্দর লাগছে।
ইষাণা: কি? এই কথা তুই বলছিস?!! সবসময়
তো বলিস, জংলীর মতো লাগে।
অর্নব: জংলীদেরকে ও মাঝে মাঝে
সুন্দর লাগে।
ইষানা: চুপ! গরু। তোর ইমপর্টেন্ট কথা বল।
অর্নব: কালকে বলি?
ইষাণা: উফ্ফ আমি বাসায় যাচ্ছি। কাজ
আছে।
অর্নব: কি কাজ? দেখতে আসবে নাকি
তোকে?
ইষানা: হুম তাই। তোকে বলতে ভুলে
গেছিলাম! তুই ঠিকই ধরেছিস। দেখতে
আসবে আজকে। হয়তো এন্গেজমেন্ট ও
হয়ে যেতে পারে আজকে!
অর্নব: মানে কি?? ফাইজলামি করবি
না।
ইষানা: সত্যি বলছি। তোর ইমপর্টেন্ট
কথা টা বল। কাল থেকে আর ভার্সিটি
আসবো না। কথা টা কিন্তু আর বলা হবে
না তোর।
অর্নব: কি বলছিস এসব? আমি বলবো না
কথাটা।
ইষানা: বল। নাহলে যাচ্ছি। আর দেখা
হবে না কিন্তু।
অর্নব: ইয়ে মানে, কথাটা হচ্ছে "আই
লাভ ইউ".
ইষানা: গাধা! এই কথা টা বলতে
এতদিন লাগালি? যাক আজকে তোর মুখ
থেকে কথাটা বের করতে পারলাম।
অর্নব: বলে আর কি হবে? আজ তো তোর
এন্গেজমেন্ট!
ইষানা: হি হি হি। আরে না। দুষ্টামি
করছি।
ইষানার চুল টেনে ধরে বললো,
অর্নব: ফাজিল একটা! আর একটু হলে হার্ট
আ্যটাক করতাম।
ইষানা: চুপ ছাগল! আমি এখন থেকে
তোর গার্লফ্রেন্ড। চুল ধরবি না আমার।
অর্নব: এখন থেকে তো চুলের মুঠি ধরে
ঘুরাবো।কিন্তু তুই এখনো আমার
গার্লফ্রেন্ড হতে পারিস নি। লাভ ইউ টু
বল।
ইষানা: আগে সুন্দর করে প্রপোজ কর।
অর্নব মাটিতে হাঁটু গেড়ে বসে একটা
ফুচকা হাতে নিয়ে বললো,
অর্নব: আই লাভ ইউ জংলী।
অর্নবের হাত থেকে ইষানা ফুচকা টা
নিয়ে খেয়ে বললো,
ইষাণা: লাভ ইউ টু বিড়াল ছানা।
অর্নব: বাহ্! গরু গাধা ছাগল বিড়াল
কিছুই বাদ রাখলি না! হুহ্...
Comments
Post a Comment