ক্লাশ শেষ।ক্যাম্পাসের দক্ষিন দিকের সিড়িটায় বসে আছে অত্রী আর শুভ্র। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।বের হওয়ার মতো কোন অবস্থা নেই। মাথা নিচু করে শুভ্র আপন মনে মোবাইলে গেইমস খেলছে আর অত্রী তা দেখছে। কেউ কোন কথা বলছে না। বাইরের এমন বৃষ্টি দেখে অত্রীর হঠাৎ খুব ভিজতে ইচ্ছে হলো______
.
__এই শুভ্র।
.
__হুম ( কিছুটা আনমনা হয়ে উত্তর দেয় শুভ্র)
.
__দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে।
.
__হুম,দেখছি।
.
__ ভিজবো।
.
__যাও।
.
__তুমিও চল।
.
__তোমার ইচ্ছে হলে যাও,আমার অত শখ নাই।
.
__হুম।
.
শুভ্রের এমন উত্তর শুনে অত্রী খুব অভাক হলো। শুভ্রটা আগের মর নেই,কেমন জানি হয়ে গেছে। কেমনন জানি ডোন্ট কেয়ার স্বভাবের আর গা ছাড়া হয়ে গেছে। আগে যে ছেলেটা একটু খানি বৃষ্টি হলেই অত্রীকে নিয়ে সারা রিক্সা করে সারা শহর ঘুরতো, অত্রীকে আইস্ক্রীম খাইয়ে দিতো আজ সেই কিনা এরকম করছে। এসব ভাবতেই অত্রীর চোখের কোনাটায় পানিতে ভিজে যায়।
.
.
কিছুক্ষন পর অত্রী কিছু না বলেই ঝুম বৃষ্টিতে একা হাটা শুরু করে, হয়তো কান্না লোকানোর ব্যার্থ চেষ্টা। কিছুদূর যাওয়ার পর অত্রী শুভ্রের হাতের স্পর্শ অনুভব করে____
.
__ আমার পাগলীটা কি রাগ করেছে??
.
__না, ( অনেকটা অভিমানী শুরে উত্তর দেয় অত্রী)
.
__ কাঁদলে কিন্তু আমার পাগলীটাকে ধারুন লাগে।
.
__হুহ,ঢং।
.
__পাগলীটা কি আইসক্রীম খাবে??
.
__হুম।
.
__তুমি সত্যিই একটা পাগলী।
.
__ তোমারই তো।
.
__হুম।
.
.
.
ঝুম বৃষ্টি। বৃষ্টিতে শুভ্রের পাগলীটা আইস্ক্রীম খাচ্ছে , অত্রী মেয়েটার সব কিছুই সুন্দর। সেই প্রথম দেখার মত আজো সব কিছু চির সবুজ। কিছুই বদলায়নী। ভালবাসার সম্পর্ক গুলো এমনই হয়।কখনো বদলায় না। অনুভূতি গুলো থেকে যায় আগের মতই। যত দূরেই যাক বা যত পূরনোই হোক না কেন এই সম্পর্ক গুলোর প্রতিটা সূর্যোদয় হয় সেই প্রথম দিনের মত।
Comments
Post a Comment