পৃথিবীতে মধ্যবিত্ত ফ্যামিলির
মায়েরা খুব
বেশি মিথ্যা কথা বলে।
কিভাবে, জানতে চান ?.?
→ যখন হাঁড়িতে কম ভাত থাকে
তাদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকলেও
তখন
তারা বলবে,
"আমার ক্ষুধা নেই৷
.
→ অসুস্থ হয়ে ভিতরে ভিতরে
যণ্ত্রনায় ছটফট করলেও তারা
হাসিমুখে বলবে, "আমি ভাল আছি।
.
→ ঈদ কিংবা অন্য কোন
অনুষ্ঠানে কোন ভাল শাড়ি না
থাকলেও তারা বলবে,
"আমার এবার শাড়ি লাগবে না,
গতবারের
শাড়িটা তো
এখনো তোলা-ই আছে।
.
→ তাদের অন্যান্য কোন কিছুর
চাহিদা থাকলেও তারা
হাসিমুখে বলবে, "আমার কোন কিছুর
দরকার নেই"
তুই একটা কিছু নিয়ে নে।
.
এভাবেই মধ্যবিত্ত মায়েরা
প্রতিনিয়ত দিনের পরদিন,
মাসের পর মাস, বছরের পর বছর
মিথ্যা কথা বলে যাচ্ছেন।
মানুষ সাধারনত মিথ্যা বলে
অন্যের খারাপ করে নিজের
ভাল করার জন্য,
পৃথিবীতে শুধুমাত্র মধ্যবিত্ত মায়েরাই
মিথ্যা বলে নিজের
ক্ষতি করে সন্তানের
ভাল করার জন্যে।
★এটাকে আপনি কি বলবেন?
মিথ্যা নাকি ভালবাসা?
-ভালবাসা ! এ ভালবাসার রং ,অনুভূতি,
অস্তিত্ব সম্পূর্ণই যেন ভিন্ন।যেন ভিন্ন
এক
স্বাদ! পৃথিবীর অন্য কোথাও এমন মধুময়
ভালবাসা পাওয়া যাবেনা।
→অথচ আমরা কি পেরেছি মায়ের
স্বপ্নগুলো সত্যিতে পরিনত করতে?
আমাদের মত মধ্যবিত্ত ঘরের ছেলেদের
সাজে না প্রিয়তমার সাথে ডেট
করতে গিয়ে প্রিয়তমার
ভালবাসা রক্ষার্থে দামি দামি
গিফট
দেওয়া।
-আরে ভাই...বলছিনা যে এজন্য
কাউকে ভালবাসবে না।ভালবাসুন এমন
কাউকে যে আপনার ভালবাসাকে
ভালবাসবে,গিফটকে নয়। →মায়ের
ভালবাসার গুরুত্ব দিন,দেখবেন
পৃথিবীর
সব ভালবাসাই যেন নতুন পথ খুজে
পেয়েছে।
★মা তোমাকে খুব ভালবাসি★ মায়ের
কাছে বলুন,
দেখুন অনুভুতিটা কেমন???'
মায়েরা খুব
বেশি মিথ্যা কথা বলে।
কিভাবে, জানতে চান ?.?
→ যখন হাঁড়িতে কম ভাত থাকে
তাদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকলেও
তখন
তারা বলবে,
"আমার ক্ষুধা নেই৷
.
→ অসুস্থ হয়ে ভিতরে ভিতরে
যণ্ত্রনায় ছটফট করলেও তারা
হাসিমুখে বলবে, "আমি ভাল আছি।
.
→ ঈদ কিংবা অন্য কোন
অনুষ্ঠানে কোন ভাল শাড়ি না
থাকলেও তারা বলবে,
"আমার এবার শাড়ি লাগবে না,
গতবারের
শাড়িটা তো
এখনো তোলা-ই আছে।
.
→ তাদের অন্যান্য কোন কিছুর
চাহিদা থাকলেও তারা
হাসিমুখে বলবে, "আমার কোন কিছুর
দরকার নেই"
তুই একটা কিছু নিয়ে নে।
.
এভাবেই মধ্যবিত্ত মায়েরা
প্রতিনিয়ত দিনের পরদিন,
মাসের পর মাস, বছরের পর বছর
মিথ্যা কথা বলে যাচ্ছেন।
মানুষ সাধারনত মিথ্যা বলে
অন্যের খারাপ করে নিজের
ভাল করার জন্য,
পৃথিবীতে শুধুমাত্র মধ্যবিত্ত মায়েরাই
মিথ্যা বলে নিজের
ক্ষতি করে সন্তানের
ভাল করার জন্যে।
★এটাকে আপনি কি বলবেন?
মিথ্যা নাকি ভালবাসা?
-ভালবাসা ! এ ভালবাসার রং ,অনুভূতি,
অস্তিত্ব সম্পূর্ণই যেন ভিন্ন।যেন ভিন্ন
এক
স্বাদ! পৃথিবীর অন্য কোথাও এমন মধুময়
ভালবাসা পাওয়া যাবেনা।
→অথচ আমরা কি পেরেছি মায়ের
স্বপ্নগুলো সত্যিতে পরিনত করতে?
আমাদের মত মধ্যবিত্ত ঘরের ছেলেদের
সাজে না প্রিয়তমার সাথে ডেট
করতে গিয়ে প্রিয়তমার
ভালবাসা রক্ষার্থে দামি দামি
গিফট
দেওয়া।
-আরে ভাই...বলছিনা যে এজন্য
কাউকে ভালবাসবে না।ভালবাসুন এমন
কাউকে যে আপনার ভালবাসাকে
ভালবাসবে,গিফটকে নয়। →মায়ের
ভালবাসার গুরুত্ব দিন,দেখবেন
পৃথিবীর
সব ভালবাসাই যেন নতুন পথ খুজে
পেয়েছে।
★মা তোমাকে খুব ভালবাসি★ মায়ের
কাছে বলুন,
দেখুন অনুভুতিটা কেমন???'
Comments
Post a Comment